এইচ বি এভিয়েশন এর ওয়েবসাইট hbaviationbd.com এ যুক্ত হলো "HB Flights" নামে এই প্ল্যাটফর্মটি। যেখান থেকে এইচ বির শিক্ষার্থীরা টিকেট ক্রয় বিক্রয় করতে পারবে।

🔴 তবে এ ব্যাপারে সু স্পষ্ট ভাবে কিছু জিনিস জানিয়ে দেয়া হচ্ছে

১ 📌 এই প্ল্যাটফর্ম থেকে এইচ বি এভিয়েশন বা এইচ বির সাথে সম্পৃক্ত কেউ কোন প্রকার আর্থিক লাভবান হচ্ছেনা।

২ 📌 এই প্ল্যাটফর্ম করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা চাকরি পাবার অথবা ব্যবসা করবার আগে অত্যন্ত বেকার না থেকে এখান থেকে ফ্রি ল্যান্সার হিসেবে টিকেট সেল করে কিছু আর্থিক লাভবান হতে পারে।

৩ 📌 এখান থেকে টিকিট সেল করার জন্য এইচ বির কেউ কোনভাবেই কাউকে বাধ্য করছেনা।

৪ 📌 এই অপশন এ আপনি ফ্লাইট সার্চ করে বুকিং করে সেখানে দেয়া কন্টাক্ট পার্সন এর সাথে যোগাযোগ করবেন। উনিই আপনাদের পরবর্তী পদক্ষেপ এর ব্যাপারে জানাবেন। এবং এই লেনদেন এবং টিকেট সংক্রান্ত সমস্ত কিছুর দায়ভার তিনিই বহন করবেন।

৫ 📌 বাকিতে কোন টিকেট ইস্যু হবেনা, এবং শিক্ষার্থীগন অগ্রিম কোন টাকা কোন ভাবেই লেনদেন করবেন না।
৬ 📌 আপনাদের টাকা পয়সা লেনদেন এর কোন দায়ভার এইচ বি এভিয়েশন বা এর সাথে সম্পৃক্ত কেউ নিবেনা। শুধুমাত্র অভিভাবক হিসেবে গাইড লাইন দিতে পারে। তাই লেনদেনের সচ্ছতা স্বজ্ঞানে নিজে যাচাই করেই লেনদেন করবেন।

৭ 📌 শুধুমাত্র যাদের ইনফো এইচ বি অথারিটির কাছে আছে, তাদের টিকেট ই ইস্যু হবে।

৮ 📌 বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে পরীক্ষা মূলক অবস্থায় আছে, পরবর্তীতে আরো প্ল্যাটফর্ম, হোটেল, সেবা এটার সাথে যুক্ত হবে হবে এবং আরো আপডেট হবে ইনশাআল্লাহ।

৯ 📌 যারা বর্তমানে সরাসরি ট্রাভেল এজেন্সির ব্যবসা করছেন বা ওটিএ এজেন্সির সাথে আছেন, তাদের এই প্ল্যাটফর্ম আলাদা কোন সুবিধা পাবেন বলে মনে হয়না, তবে কম্পেয়ার করে প্রাইস কমে পেলে আপনারাও এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

১০ 📌 মোট কথা, এই প্ল্যাটফর্ম দিয়ে যদি এইচ বির শিক্ষার্থীদের কিছুটা হলেও আর্থিক উপকার হয়, সেটাই হবে এইচ বি এভিয়েশন এর বড় পাওয়া। যদি উপকৃত না হন, সেটাও আমাদের মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো... (hbaviationbd@gmail.com)