এইচবি এভিয়েশনের ‘ইনফরমেশন টেকনোলজি’ বিষয়ে সেমিনার
গত ১৪ইমে ২০২২ ইং এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের উদ্যোগে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার” এ বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজন করে “নেক্সট বিগ অপারচুনিটি ইন ইনফরমেশন টেকনোলজি” শীর্ষক সেমিনার।
তথ্যপ্রযুক্তি শিল্পে স্থানীয় এবং আন্তর্জাতিক জব সেক্টরে কি ধরনের কাজের চাহিদা দিন দিন বাড়ছে, কীভাবে প্রস্তুতি নিলে ভবিষ্যৎ এ চাকরির বাজারে ঢুকতে সুবিধা হবে এবং সেই সঙ্গে কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেই বিষয়ে বিষদ আলোচনা করা হয় সেমিনারে।
আলোচনার বিষয়বস্তু ছিল আগামী দিনের ৪টি নতুন সম্ভাবনা ওয়েব এপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স ও এভিয়েশন টেকনলোজি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এর মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক (অতিরিক্ত সচিব)। এছাড়াও আলচ্য বিষয়ে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আমাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ এর লিডার সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী উজ জামান, ব্রেইন স্টেশন-২৩ এর হেড অব স্ট্রেটেজিক বিজনেস ইউনিট মো. মিফতাহ উদ্দিন, রাইজ আপ ল্যাবস এর ফাউন্ডার অ্যান্ড সিইও এরশাদুল হক ও ব্রোটেক্স টেকনোলজিস লিমিটেড এর কো-ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিটিও নাহিদ হোসাইন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু এবং এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর ফাউন্ডার এন্ড চ্যায়ারমেন যাকি এস, বারী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এ প্রথমবারের মত আয়োজিত জিডিএস কম্পিটিশন সিজন ১ এর চ্যাম্পিয়ন “বি এম আশিকুর রহমান” এর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ।
উল্লেখ্য তরুণদের এয়ারটিকেটিং এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টর এ ক্যারিয়ার গড়তে ট্রেনিং প্রদান করে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার। এছাড়াও তরুণ প্রজন্ম কে এভিয়েশন সেকটর এর প্রতি উৎসাহিত করতে বিভিন্ন সেমিনার এর আয়োজন ও করে থাকে এইচ বি এভিয়েশন